কিয়েভ বাঁচাতে লড়ছে ইউক্রেইন
রাশিয়া আগ্রাসন শুরুর তৃতীয় দিন পেরিয়ে রাত নেমেছে ইউক্রেইনে। রাজধানী কিয়েভে জারি করা হয়েছে কারফিউ।
শনিবার সারাদিনই কিয়েভের বিভিন্ন এলাকায় তীব্র যুদ্ধ আর বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পূর্ব ইউরোপের এ দেশটির দক্ষিণ, পূর্ব ও উত্তরের প্রধান শহরগুলোতেও চলছে লড়াই।
রুশ বাহিনী বৃহস্পতিবার প্রতিবেশী ইউক্রেইনে আক্রমণ শুরুর পর শুক্রবার বিকালের দিকেই তাদের অগ্রবর্তী দলটি কিয়েভের উপকণ্ঠে পৌঁছে যায়।
রাজধানী বাঁচাতে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেয় ইউক্রেইন সরকার। কিয়েভের দখল নিতে শুক্রবার রাতের মত শনিবার রাতেও রাশিয়ার একের পর এক হামলা চলবে বলে ধরে নিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
তারা বলছেন, ইউক্রেইনের সেনাবাহিনী রুশ আক্রমণ প্রতিহত করে চললেও রাশিয়ার ‘অন্তর্ঘাতী গ্রুপ’ ঢুকে পড়েছে রাজধানীর ভেতরে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো শনিবার বিকাল ৫টা থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করে বলেছেন, এর মধ্যে বিনা অনুমোদনে কাউকে রাস্তায় দেখা গেলে তাকে রুশ নাশকতাকারী বলে ধরে নেওয়া হবে।