কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মমি’র ফার্স্ট লুকে প্রথমবার বাংলা ছবি

চ্যানেল আই প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮

নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ এ দেখানো হবে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন…’কে। স্বাধীনতার মাস মার্চে ফার্স্ট লুক ফেস্টিভালে প্রথমবারের মতো কোন বাংলা ছবি হিসাবে দেখানো হচ্ছে চলচ্চিত্রটি।


একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ এমন এক সেগমেন্টে নির্বাচিত হয়েছে, যেখানকার ছবিগুলোকে বলা হচ্ছে ‘আর্টিস্টিক মাস্টারপিস’।


 

মমি’র ওয়েবসাইটের ভাষায়, “বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দুঃসাহসিক, অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত আর ডাইনামিক ছবিগুলো হয়েছে নন-ফিকশনে। সময়টা এখন হার্ট-ফেল করার মতো আর্টিস্টিক মাস্টারপিসের, এইসব জমাট বুননে বানানো ছবির, যাদের দেখতে প্রথমে অসংলগ্ন মনে হলেও শেষে ‘ডকুমেন্টারি’ ভাবাটা ভুল হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও