আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়েছিলাম: নেইমার

চ্যানেল আই প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪১

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার নিশ্চিত করেছেন যে, রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ার শুরুর সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সেটি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। পিএসজির ফরোয়ার্ড জানিয়েছেন, কিশোর বয়সে তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে যোগদানের জন্য প্রস্তুত ছিলেন। তবে অতি অল্প বয়স বাড়ি থেকে দূরে থাকতে না পারা ভীতির কারণেই স্প্যানিশ জায়ান্টদের ডেরায় শেষ পর্যন্ত যোগ না দেয়ার সিদ্ধান্ত দেন।


নেইমারকে তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের মতো বার্সেলোনার জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার আগে তিনি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলেছিলেন। পেলের পর ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০১৭ সালে পিএসজি তাকে ২২২ মিলিয়ন ইউরোতে সাইন করিয়ে ফুটবল বিশ্বে অতীতের সব ট্রান্সফার রেকর্ড ভঙ্গ করেছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও