উইন্ডোজ ১১ সাজান নিজের মতো

প্রথম আলো প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৮

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। যাঁরা দীর্ঘদিন অন্য সংস্করণের উইন্ডোজ ব্যবহার করেছেন, তাঁদের জন্য উইন্ডোজ ১১–এর বদলে যাওয়া চেহারা অচেনা লাগতে পারে। চাইলেই উইন্ডোজ ১১–এর কিছু সুবিধা নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়।


স্টার্ট বাটন পরিবর্তন
অন্য সংস্করণের উইন্ডোজে স্টার্ট মেনু ছিল একেবারে বাঁ পাশের পর্দার নিচে। আর উইন্ডোজ ১১–তে স্টার্ট মেনু রয়েছে টাস্কবারের মাঝে। চাইলেই এটিকে পুরোনো রূপে নিয়ে যাওয়া যাবে। এ জন্য টাস্কবারের ফাঁকা জায়গায় মাউসের ডানে ক্লিক করে Taskbar Settings থেকে Taskbar behaviors ড্রপডাউন নির্বাচন করতে হবে। এরপর Taskbar alignment থেকে Left নির্বাচন করলেই টাস্কবারের সব আইকন পর্দার বাঁ পাশের নিচে দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও