সকালের তাড়াহুড়ো এড়াতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১
সকালবেলায় যার যার কাজের জন্য বের হওয়ার প্রক্রিয়াটা সব ঘরেই তাড়াহুড়োর মধ্য দিয়ে যায়।
বিশেষ করে ঝড় যায় ঘরের নারীদের ওপর। নাস্তা বানানো, খাবার পরিবেশন, সন্তানদের স্কুলের জন্য তৈরি করা, দুপুরের খাবার বাটি করে দেওয়া ইত্যাদি নানান ঝামেলা।
এরমধ্যে ঘরের নারীও যদি কর্মজীবী হন তবে আরও বেশি তাড়াহুড়া।
সকালের সেই ঝড় সামাল দেওয়ার জন্য কিছু কৌশল জানিয়েছেন ‘রিয়েল সিম্পল’ ওয়েবসাইটের সাংবাদিক, উপস্থাপিকা এবং প্রযোজক ব্রান্ডি মিলয়।