
‘পুতিন একজন খুনি’ বলছে ইউক্রেনে হামলার প্রতিবাদকারীরা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হামলার পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। খবর পাওয়া গেছে, রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১৬ জন সৈন্য। হামলার দ্বিতীয় দিনেও তুমুল লড়াই চলছে উভয়পক্ষের মধ্যে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। তবে রাশিয়ার আগ্রাসী মনোভাব দেখে বিশ্লেষকরা মনে করছেন রাজধানী কিয়েভ দখলে নিতে খুব বেশি দেরি নেই মস্কোর।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলার নির্দেশের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয়েছে রাশিয়ার বিভিন্ন শহরে। প্রতিবাদকারীরা বলছেন, রাশিয়া যুদ্ধের পক্ষে নয়। প্রতিবাদ মিছিলে অনেকে পুতিনকে একজন ‘খুনি’ হিসেবেও চিহ্নিত করেন।