
ভারতের হামলায় পাকিস্তানে ১৩ জন নিহত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৮:৩১
ভারতের হামলায় গত ১২ ঘণ্টায় পাকিস্তানের আজাদ কাশ্মিরে ১৩ বেসামরিক নিহত হয়েছেন। শনিবার (১০ মে) দুপুরের দিকে এ তথ্য জানায় অঞ্চলটির বিপর্যয় কর্তৃপক্ষ। শনিবার সকালে ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। এতে আজাদ কাশ্মিরে ১৩ জন নিহত হওয়ার তথ্য জানা গেলো। এছাড়া একই সময় সেখানে ৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
অপরদিকে আজাদ কাশ্মিরের তথ্যমন্ত্রী পীর মাজহার সাঈদ শাহ জানিয়েছেন, গতকাল রাতে ভারতীয় গোলাবর্ষণে এক শিশু, নারীসহ ১১ জন নিহত হয়েছেন।
এছাড়া ভারতের গোলায় ২৩৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। যারমধ্যে ২৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাড়িতে হামলার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখার কাছে দুটি ছোট হাসপাতালেও ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলে জানান আজাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী।