
‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’: ভারতে পাল্টা হামলা শুরুর ঘোষণা পাকিস্তানের
ভারতের সাম্প্রতিক আক্রমণের জবাবে পাকিস্তান শনিবার ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে। পকিস্তান এর নাম দিয়েছে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'।
রয়টার্স জানায়, উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালনোর কথা জানিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারটিতে 'ব্রহ্ম' সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করা হয়। রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত।
ভোরে ভারতে হামলা চালানোর আগে ইসলামাবাদ অভিযোগ করে, তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার মধ্যে রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত একটি ঘাঁটিও আছে। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় বলে তাদের দাবি।
বুধবার ভারত পাকিস্তানের অভ্যন্তরে 'জঙ্গি ঘাঁটি' আখ্যা দিয়ে বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান হামলার হুঁশিয়ারি দিয়েছিল।