সিডন্সের কাছে ইবাদতের চাওয়া ‘১০ মিনিট’
আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের জুটি ভাঙলে হাল ধরতে হতো বোলারদের। তাসকিন-মোস্তাফিজ-শরিফুলদের সে পরীক্ষায় পড়তে হয়নি। আফিফ-মিরাজই পেরেছেন বাংলাদেশকে জয়ের ঠিকানায় নিয়ে যেতে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের পেস ত্রয়ীকে ব্যাট হাতে নামতে হয়নি।
তাই বলে স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই। এমনটা তো সবসময় হওয়ার নয়! তাইতো সাদা বলের ক্রিকেটে অভিষেকের আগেই নিজেকে প্রস্তুত করার মিশনে নামলেন ইবাদত হোসেন। প্রয়োজনের সময়ে ব্যাট হাতেও যেন একটু হলেও অবদান রাখা যায় সে ভাবনায় এই পেসার সিডন্সের কাছে ১০ মিনিট চেয়েছিলেন।
অস্ট্রেলিয়ান কোচ দিয়েছেন দিগুণ সময়। বৃহস্পতিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে পেস বল কীভাবে খেলতে হবে, ইবাদতকে সে টোটকা দিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ সিডন্স। থ্রোয়ার রমজানের ১৪০ এর বেশি গতির বল ব্যাটে আনতে সিডন্সের পরামর্শ ছিল একটাই, সোজা ব্যাটে খেল।