You have reached your daily news limit

Please log in to continue


টিকা সনদ ছাড়া সেবা দেবে না ঢাকা উত্তর সিটি

কোভিড টিকার অন্তত একডোজ নেওয়ার সনদ ছাড়া ১ মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো ধরনের সেবা পাওয়া যাবে না বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার গুলশানে প্রচারাভিযানে গিয়ে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, “আমরা এতদিন বলেছি, ‘নো মাস্ক নো সার্ভিস’, আজ থেকে ‘নো টিকা নো সার্ভিস’ আমরা চালু করতে যাচ্ছি। “আপনারা যারা করপোরেশন থেকে সার্ভিস নিতে আসবেন, যেমন ট্রেড লাইসেন্স; টিকা সনদ ছাড়া কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। পুরনো ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না। অন্তত এক ডোজ নেওয়া আছে এমন সনদ দেখাতে হবে।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন