ন্যূনতম করপ্রথা বাতিলের সুপারিশ ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন এফবিসিসিআই ভবন, মতিঝিল প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

আয়কর আইনে লাভ-ক্ষতি নির্বিশেষে সব কোম্পানির ওপর প্রযোজ্য ন্যূনতম করপ্রথা বাতিলের সুপারিশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি বলেছে, বর্তমানে আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ৩ কোটি টাকার বেশি উপার্জনকারী কোম্পানি ও ৫০ লাখ টাকার বেশি উপার্জনকারী ফার্মের ওপর ন্যূনতম কর আরোপ আছে। লাভ-ক্ষতি নির্বিশেষে আয় যা–ই হোক না কেন, তাদের মোট লেনদেনের ওপর দশমিক ২৫ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত ন্যূনতম কর বসে। দেশের ব্যবসায়ীরা এ ন্যূনতম করপ্রথা চান না।


সম্প্রতি এফবিসিসিআই  নতুন আয়কর আইনের খসড়ার ওপর মতামত দিয়ে এমন সুপারিশ করেছে। সংগঠনটি তাদের সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠিয়েছে। এতে বলা হয়েছে, আয়ের ওপর কর আরোপের মৌলিক ধারণার সঙ্গে ন্যূনতম করের বিষয়টি সাংঘর্ষিক হয়ে পড়েছে। নির্ভরযোগ্য হিসাবের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানদণ্ডে মোট আয়ের ওপর কর আরোপের মূলনীতি অব্যাহত রাখতে হবে। এছাড়া ছোট করদাতাদের হিসাব রাখার সক্ষমতা নেই। তাই তাদের জন্য অনুমিত আয়ের ভিত্তিতে করের বিধান রাখা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও