আবারও কনসার্টে ফিরছে কোরীয় ব্যান্ড বিটিএস
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২২
                        
                    
                মহামারীর কারণে বেশ লম্বা বিরতির পর কনসার্টে ফিরতে যাচ্ছে দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস বা ব্যাংতান বয়েজ।
দক্ষিণ কোরীয় বিনোদন সংস্থা বিগ হিট মিউজিক জানায়, লাস ভেগাসে কনসার্টের ধারাবাহিক আয়োজনে যোগ দিতে আগামী এপ্রিলেই যুক্তরাষ্ট্রে যাবে ‘কে পপ’ বা ‘কোরিয়ান পপুলার মিউজিক’ এর জনপ্রিয় এই দল।
রয়টার্সের একটি প্রতিবেদনে জানানা হয়,শ্রোতা-দর্শকদের মাতিয়ে তুলতে আগামী ৮-৯ এবং ১৫-১৬ এপ্রিল কনসার্টে যোগ দেবে বিটিএস। এর মধ্যে শেষ শোটি সরাসরি সম্প্রচার করা হবে।
- ট্যাগ:
 - বিনোদন
 - বিটিএস
 - কনসার্ট
 - কোরিয়ান সিনেমা