টেলিভিশনে মোদীর সঙ্গে সরাসরি বিতর্কের প্রস্তাব ইমরানের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশনে বিতর্কে অংশ নিতে চান। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। এই বিতর্কের মাধ্যমে দুদেশের মধ্যকার বিভিন্ন মতপার্থক্য নিরসন করতে চান তিনি।


৭৫ বছর আগে স্বাধীনতা অর্জনের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপড়েন চলছে। তারপর থেকে তিনবার সংঘাতে জড়িয়েছে এই দুই দেশ। রাশিয়া ট্যুডেকে দেওয়া এক সাক্ষাতকারে ইমরান খান বলেন, টেলিভিশনে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিতে পারলে খুব খুশি হবো।


তিনি বলেন, এটা দুদেশের কোটি কোটি মানুষের জন্যই এটা সুফল বয়ে আনবে। কারণ তিনি মনে করেন, এই বিতর্কের মাধ্যমে তারা দুজন অনেক মতপার্থক্যের সমাধান করতে পারবেন। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানকে একটি বিষয় স্পষ্ট করেছে যে, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমন এবং সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়ে আসছে ভারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও