গত বছর ৮১৮ শিশুকে ধর্ষণ, হত্যা ১৮৩: এমজেএফ
শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ও শিশুদের জনসমাগমের অনুপস্থিতি সত্ত্বেও ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ৮১৮টি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ৯৪টি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৪ জন মেয়েশিশুকে।
এ সময়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে ১১০টি শিশু। তার আগের বছর ২০২০ সালে শিশুধর্ষণের সংখ্যা ছিল ৬২৬টি।
আজ মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে 'বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০২১' শিরোনামে শিশু বিষয়ক সংবাদের আধেয়-বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
ধর্ষণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের শিশুদের সার্বিক পরিস্থিতি সার্বিকভাবে উদ্বেগজনক বলে মানুষের জন্য ফাউন্ডেশনের এক পর্যালোচনায় উঠে এসেছে।