‘আইপিএল নিলামে নিজেকে গরু গরু মনে হয়’
আইপিএলের অন্যতম বড় আকর্ষণ—নিলাম। গত সপ্তাহে টানা দুদিন ধরে আইপিএলের নিলাম হয়ে গেল বেঙ্গালুরুতে। দুদিনের ব্যবধানেই অনেকে হয়ে গেলেন কোটিপতি, আবার অনেকে কোটি টাকা পাওয়ার আশায় নিলামে গিয়ে ফিরেছেন খালি হাতে।
রবিন উথাপ্পা অবশ্য প্রথম শ্রেণিতেই পড়েন। ভারতের অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটসম্যানের আইপিএল খেলার যোগ্যতা নেই, এমনটা মনে করা হলেও গতবার তাঁকে কিনেছিল ধোনির চেন্নাই সুপার কিংস। নিন্দুকদের মুখ বন্ধ করে সাবেক দল কলকাতাকে হারিয়ে গতবার শিরোপাও জিতেছেন উথাপ্পা। এবারও চেন্নাই তাঁকে দলে নিয়েছে দুই কোটি রুপি দিয়ে। কিন্তু এত কিছুর পরও আইপিএলের নিলাম প্রক্রিয়াটা ঠিক ভালো লাগছে না তাঁর। উথাপ্পার কাছে মনে হয়, নিলামে তোলা প্রত্যেক খেলোয়াড়ই এক অর্থে হাটে তোলা গরুর মতো!