যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে রাশিয়ার ওপর
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেছেন, পুতিনের পদক্ষেপগুলোকে ‘বিনা শাস্তিতে’ মেনে নেওয়া যায় না। রাশিয়াকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।