ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকির কারণ জানতে চায় বিসিসিআই

চ্যানেল আই প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজে জায়গা না পাওয়া উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে একজন সাংবাদিক হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছেন। সাংবাদিককে ইন্টারভিউ দিতে না চাওয়ার পর হুমকি পাওয়ার বিষয়টি নিয়ে ঋদ্ধিমানের কাছে ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


এরপর হুমকি পাওয়া সেই বার্তার স্ক্রিনশট ঋদ্ধিমান টুইটারে প্রকাশ করে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে আমার সব অবদানের পরেও একজন তথাকথিত ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে আমি এটার (হুমকি) মুখোমুখি! সাংবাদিকতা এমন পর্যায়ে চলে গেছে।’


হোয়াটসঅ্যাপে শেয়ার করা বার্তায় দেখা যায় ঋদ্ধিমানকে সেই সাংবাদিক লিখেছিল, ‘তুমি আমাকে কল করোনি। আমি তোমাকে আর ইন্টারভিউ করবো না। আমি অপমান সহজভাবে নেই না। এটা আমি মনে রাখবো।’


গণমাধ্যমকে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, ‘হ্যাঁ, আমরা ঋদ্ধিমানকে তার টুইট সম্পর্কে জিজ্ঞাসা করব এবং আসল ঘটনাটি কী ঘটেছে। তাকে হুমকি দেয়া হয়েছিল কি না এবং তার টুইটের প্রেক্ষাপট এবং প্রসঙ্গও আমাদের জানতে হবে। আমি এর বেশি কিছু বলতে পারব না। সচিব (জয় শাহ) অবশ্যই ঋদ্ধিমানের সঙ্গে কথা বলবেন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও