ফুলের তৈরি দেশের মানচিত্র পদদলিত, নেই ভ্রুক্ষেপ!

ঢাকা টাইমস কেন্দ্রীয় শহীদ মিনার প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তবে উপচেপড়া এই মানুষের ভিড়ে ফুল দিয়ে আঁকা দেশের মানচিত্র পদদলিত হচ্ছে। সে দিকে ভ্রুক্ষেপ নেই কারো।


সরেজমিনে দেখা গেছে, শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদিতে নানা ধরনের ফুলের আল্পনা দিয়ে প্রস্তুত করা হয়েছে বেদি। সেখানে আঁকা হয়েছে রক্তের বিনিময়ে অর্জিত দেশের মানচিত্রও। কিন্তু এর উপরে কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে নানা ভঙ্গিতে তুলছেন ছবি। কেউ কেউ আবার পায়ের তলে মারিয়ে হেঁটে চলেছেন মানচিত্রের উপর দিয়ে। মানচিত্র অবমাননার বিষয়ে স্বেচ্ছাসেবক সংগঠন বিএনসিসির দায়িত্বরতদের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা এত মানুষ ঠেকাতে হিমশিম খাচ্ছি। মানুষকে বারবার বেদি থেকে নেমে যেতে বলছি, কিন্তু কেউ শুনছে না। একদিক থেকে মানুষ নামিয়ে দিলে অন্যদিক দিয়ে আবার উঠে পড়ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও