দেশে দেশে যেভাবে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্যোগটি বাংলাদেশের। ১৯৯৯ সালে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো জেনারেল কনফারেন্সে দিবসটিকে অনুমোদন দেয় এবং ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে। প্রতি বছর দিবসটির জন্য প্রতিপাদ্য ঘোষণা করে ইউনেস্কো। সংস্থাটির মহাপরিচালক দিবসটি উপলক্ষে বাণী দেন। আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছরে দিবসটির আয়োজন মূলত ভার্চুয়াল ওয়েবিনার আয়োজনে সীমাবদ্ধ ছিল।
ইউনেস্কো এই বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘বহু ভাষায় শিক্ষণে প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগ’। এই প্রতিপাদ্যের আলোকে বহু ভাষায় শিক্ষণকে এগিয়ে নিতে প্রযুক্তির ভূমিকা ও সবার জন্য শিক্ষা ও শিক্ষণের মান উন্নয়নে সহযোগিতার বিষয়টি আলোচনা করা হবে।