মেয়েশিশু জন্মালেই হাসপাতাল খরচ ‘ফ্রি’, মহানুভব চিকিৎসকের প্রশংসায় আনন্দ মাহিন্দ্রা
প্রথম আলো
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১৮:২৯
ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গণেশ রাখ নামের এক চিকিৎসকের অসাধারণ সহমর্মিতা ও মানবিকতার প্রশংসা করেছেন। ডা. গণেশ এক দশের বেশি সময় ধরে তাঁর হাসপাতালে মেয়েশিশুর জন্ম হলে শিশুটির পরিবারের কাছ থেকে কোনো খরচ নেন না।
গণেশ রাখের হাসপাতালে এখন পর্যন্ত বিনা খরচে এক হাজারের বেশি মেয়েশিশুর জন্ম হয়েছে।
চিকিৎসক গণেশ রাখ ভারতের পুনের বাসিন্দা, তাঁর হাসপাতালটিও মহারাষ্ট্র রাজ্যের এই শহরে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মানবিকতা