বদলে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্স
কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্সে আবারো পরিবর্তন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনা পরিবর্ধন ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যায়লের মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল চাতালের সামনে বিশাল উন্মুক্ত চত্বর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পশ্চিমে থাকবে আরও একটি চাতাল এবং পূর্বে থাকবে একটি পুকুর।
এটি হলে কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান মূল চাতালের পরিবর্তে বিভিন্ন সভা-সমাবেশ উত্তর পশ্চিম দিকের প্রস্তাবিত চাতালে আয়োজিত হবে বলে আশা করছেন পরিকল্পনাকারীরা।
এছাড়াও শহীদ মিনারের পেছনে সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।