মাথাপিছু আয়ের নিচে টিসিবির লাইন
ভালো ভালো পোশাক পরা মানুষদেরও এখন টিসিবির লাইনে দেখা যাচ্ছে।’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এই বক্তব্য নিয়ে বেশ তোলপাড় চলছে।
এটা হয়তো মন্ত্রীর সরল স্বীকারোক্তি। কিন্তু এই স্বীকারোক্তির ভেতরেই লুকিয়ে আছে নির্মম বাস্তবতা। মানুষের ভেতরে যেহেতু এ নিয়ে ক্ষোভ আছে, ফলে তার এই বক্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় সমালোচনা। রসিকতা।
একজন লিখেছেন– ‘রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে। ধনী গরিবের ব্যবধান ঘুচে যাচ্ছে। সবাই এভাবে একদিন লাইনে দাঁড়িয়ে পণ্য কিনবেন।’
কারও মতে, যারা দরিদ্র, তারাও ভালো পোশাক পরছেন। এটাও হয়তো উন্নয়নের সূচক।
একজন কবি বরিশালে একটি রসাত্মক গল্প লিখেছেন–
প্রশ্ন: রোগীর এখন অবস্থা কী?
উত্তর: অনেক ভালো। আগে প্রস্রাব পায়খানা বাইরে গিয়ে করতো। এখন করে ঘরে।