ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে ভারতের পথেই হাঁটছে বাংলাদেশ
‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্ম’ নিয়ন্ত্রণের জন্য নতুন একটি প্রবিধানের খসড়া পেশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৩ ফেব্রুয়ারি কমিশনের ওয়েবসাইটে সে খসড়া প্রকাশ করে পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ আহ্বান করা হয়। মতামত প্রদানের সময় শেষ হয়েছে গত শুক্রবার।
প্রস্তাবিত প্রবিধানটির উদ্দেশ্য মূলত, ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্টের ওপর সরকারি সংস্থার নিয়ন্ত্রণ পোক্ত করা। জরুরি প্রয়োজনে কোনো কনটেন্ট সরানোর জন্য যেন ফেসবুক-ইউটিউবের মতো সেবাগুলোর মালিকপক্ষের অপেক্ষায় না থাকতে হয়, তা নিশ্চিত করা। এর সঙ্গে আরও অনেকগুলো দিক উঠে এসেছে। প্রবিধানের মূল বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন।
এ লেখা মূলত খসড়ার ‘৭.০৩’ নম্বর অংশ নিয়ে। উল্লেখিত অংশে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জারের মতো বার্তা আদানপ্রদানের সেবার ব্যাপারে নির্দেশনা রয়েছে। বলা হয়েছে, আদালত কিংবা বিটিআরসি নির্দেশ দিলে কোনো বার্তার প্রথম প্রেরকের পরিচয় প্রকাশ করতে হবে।