কোভিডমুক্তির পর থাকে মানসিক রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা : গবেষণা
এনটিভি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫
সাম্প্রতিক এক গবেষণা বলছে—যাঁরা কোভিডে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন, তাঁদের মানসিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের পক্ষ থেকে এক লাখ ৫৩ হাজার ৮৪৮ জনের ওপর করা এক গবেষণা বলছে—কোভিড থেকে মুক্তির এক বছর পরেও আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা।
কোভিড-১৯ মহামারির তৃতীয় বছরে পা রাখার সময়টায় অগণিত মানুষর মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, বিচ্ছিন্নতা এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অসুস্থতা। অনেকে এখনও মারাত্মকভাবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত।