খুশকি দূর করবে নিমের ৪ প্যাক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩
বিরক্তিকর খুশকির সমস্যা দূর করতে নিমের সাহায্য নিতে পারেন। নিমে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সক্ষম। জেনে নিন কীভাবে বানাবেন নিমের প্যাক।
নিম পাতা বেটে টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
নিম পাতা গুঁড়া করে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
মুঠোভর্তি নিম পাতা ফুটিয়ে নিন। পানি ছেঁকে আলাদা রাখুন। শ্যাম্পু শেষে এই পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।