কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ

দৈনিক আমাদের সময় ওবায়দুল হাসান প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন- যারা অন্যের সাহায্যে এগিয়ে আসেন এবং এ ধরনের কাজ করতে পছন্দ করেন আবার অন্যের সাহায্যের প্রতিদানও দেন। পরোপকার মানুষের একটি অন্যতম গুণ। সব ধর্মেই পরোপকারের বিষয়টিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। পরোপকারী মানুষকে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন পরকালে বিশেষভাবে পুরস্কৃত করবেন বলে বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে। অন্যান্য ধর্মেও এ রকম কথাই বলা হয়। পরোপকারী একজন ছোট চাকরিজীবীর কথা নিয়েই আমার আজকের লেখা।


১৯৭০ সালের ডিসেম্বর পুরো পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসনগুলোয় নির্বাচন হয়ে গেল। জাতীয় পরিষদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে পূর্ব পাকিস্তানে আসনসংখ্যা ছিল ১৬২ ও পশ্চিম পাকিস্তানে ছিল ১৩৮। ১৩টি আসন ছিল নারীদের জন্য সংরক্ষিত। বঙ্গন্ধুর নেতৃত্বাধীন তদানীন্তন পূর্ব পাকিস্তানের ১৬২ আসনের মধ্যে আওয়ামী লীগ পায় ১৬০টি ও নারীদের জন্য সংরক্ষিত আসনের মধ্যে ৭টি। মোট ৩১৩টির মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। পশ্চিম পাকিস্তানে মোট ১৩৮টি আসনের মধ্যে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ৮১টি আসনে জয়লাভ করে এবং সংরক্ষিত নারী আসনের মধ্যে জাতীয় পরিষদের সদস্য সংখ্যা অনুপাতে ৫টি আসন পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও