বিচ্ছিন্নতাবাদীদের ওপর ইউক্রেন সেনাদের হামলার অভিযোগ
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর দেশটির সরকারি বাহিনী আজ বৃহস্পতিবার হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় বিচ্ছিন্নবাদীদের লক্ষ্য করে ইউক্রেনের সেনারা পৃথক চারটি হামলা চালায়। বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, হামলায় কেউ হতাহত হয়েছে কি না, এখনো তারা নিশ্চিত নয়, তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পরিস্থিতি কতটা গুরুতর, সেটা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইউরোপ (ওএসসিই) এ হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। পূর্ব ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওএসসিই। কিন্তু সংস্থাটি সাম্প্রতিক দিনগুলোয় কিছু পর্যবেক্ষক সেখান থেকে সরিয়ে নিয়েছে।