![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Fdd2ec5f5-3456-48ba-9c9e-05248df7e0f0%252F2022_02_13T163833Z_2099757290_UP1EI2D16WF7Z_RTRMADP_3_SOCCER_ENGLAND_TOT_WLV_REPORT.JPG%3Frect%3D0%252C0%252C5371%252C2820%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
টটেনহাম আরও দুর্বল হয়ে গেছে: কন্তে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩
একেকটা দলবদল আসে, দলগুলো নিজেদের শক্তি বাড়ায়। কিন্তু টটেনহামের বেলায় এর উল্টোটাই হয়েছে বলে মনে করেন দলটির কোচ আন্তোনিও কন্তে। জানুয়ারির দলবদলে দুজন খেলোয়াড় কিনেছে টটেনহাম। কিন্তু দল ছেড়েছেন চারজন। সব মিলিয়ে কন্তে স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জানুয়ারির দলবদলে দল আগের চেয়ে আরও ‘দুর্বল’ হয়ে গেছে নিজেদের দর্শনের কারণেই!
উত্তর লন্ডনের ক্লাব টটেনহাম জানুয়ারির দলবদলে জুভেন্টাস থেকে দলে টেনেছে রদ্রিগো বেনতানকুর ও দেজান কুলুসেভস্কিকে। কিন্তু এতেও মন ভরেনি কন্তের। ইতালিয়ান কোচের মন ভরবেই বা কী করে! বিনা ট্রান্সফার ফিতে টটেনহাম থেকে এভারটনে নাম লিখিয়েছেন ডেলে আলি, এনডোম্বেলে পাড়ি জমিয়েছেন লিওঁতে। এ ছাড়া ধারের চুক্তিতে জিওভানি লো সেলসো ও ব্রায়ান জিলকে স্পেনের দুই ক্লাব ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়াতে পাঠিয়েছে টটেনহাম।