২৩৮ কোটি টাকা ‘আত্মসাতের’ তদন্ত এখনো শেষ হয়নি
টেরাকোটা টাইলস রপ্তানির নামে অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে এসবি এক্সিম গ্রুপের চেয়ারম্যান শাহজাহান বাবলুর বিরুদ্ধে করা মামলার তদন্ত আড়াই বছরেও শেষ হয়নি। শাহজাহান বাবলু এখন দেশে রয়েছেন। তবে তাঁর স্ত্রী সুরাইয়া শাহজাহান বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।
শাহজাহান বাবলু ও এসবি এক্সিম গ্রুপের চার কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ২ কোটি ১০ লাখ টাকা বিদেশে পাচারের মামলা হয়েছিল ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর। এরপর ২ বছর ৫ মাসের বেশি সময় পার হয়েছে।
মামলাটি করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তও করছে তারা। সিআইডি সর্বশেষ গত ৫ জানুয়ারি তদন্তের সময়সীমা দুই মাস বাড়ানোর আবেদন করে আদালতে। আদালত সে আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তে বিলম্বের কারণ হিসেবে সিআইডি আদালতকে জানিয়েছিল, মামলার তদন্তের স্বার্থে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে হচ্ছে। বিভিন্ন দপ্তর থেকে কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। তবে সেই ছয় মাসও পেরিয়ে গেছে, তদন্ত এখনো শেষ হয়নি।