সাইবার হামলায় মুহূর্তেই অচল ইউক্রেনের হাজার হাজার এটিএম
বৃহত্তম সাইবার হামলার কবলে ইউক্রেন। মুহুর্তেই অচল হয়েছে দেশটির হাজার হাজার এটিএম। এমনকি মূল সার্ভার থেকেও ব্যাংকের সংযোগ বিচ্ছিন্ন। সমগ্র ইন্টারনেট ব্যবস্থা থমকে আছে, বন্ধ সরকারি কার্যক্রম। সন্দেহ করা হচ্ছে রাশিয়াকে। এই ধরণের সাইবার হামলাকে বলা হয় ‘ডিট্রিবিউটেড ডিনিয়াল অব সার্ভিস’ (ডিডিওএস)। পুর্বেও রাশিয়া কর্তৃক ইউক্রেনে সাইবার হামলা করা হয়েছিল বলে শোনা যাচ্ছে।
এবারের সাইবার হামলা অনেক বড় আকারে করা হয়েছে। সাইবার হামলার কারণের দেশটির হাজার হাজার এটিএম অচল হয়ে গেছে। ইউক্রেনে চলমান বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা করছেন অনেকেই। সেই আশঙ্কা থেকেই মূলত দেশটির সাধারণ জনগণ জীবনের নিরাপত্তা দিতে এবং সারাজীবনের কষ্টার্যিত সম্পদ, ব্যাংকে জামানো টাকা উত্তোলন করতে লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু আচমকাই পুরো ব্যাংক ব্যবস্থা অচল! ফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছে কিন্তু তা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না।