
বোন কান্দিলের হত্যাকারী ভাইকে মুক্তি দিল পাকিস্তানের আদালত
সামাজিক যোগাযোগমাধ্যম তারকা কান্দিল বেলুচকে (ফৌজিয়া আজীম) হত্যায় যাবজ্জীবন দণ্ড পাওয়ার তিন বছর পর ভাই ওয়াসিম আজীমকে মুক্তি দিয়েছে পাকিস্তানের একটি আপিল আদালত।
২০১৬ সালে কান্দিলের হত্যাকাণ্ড পাকিস্তানজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল, ফলশ্রুতিতে বদল এসেছিল দেশটির তথাকথিত ‘অনার কিলিং’ আইনে।
মঙ্গলবার ওয়াসিমের আইনজীবী সরদার মেহমুদ তার মক্কেলের ছাড়া পাওয়ার বিষয়টি সিএনএনকে নিশ্চিত করলেও এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।