‘সস্তায়’ বাজারে এলো দেশে তৈরি রেডমি-১০ স্মার্টফোন
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪২
শীর্ষ গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি বাংলাদেশে তৈরি তাদের দ্বিতীয় স্মার্টফোন রেডমি-১০ (২০২২) সংস্করণ বাজারে ছেড়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে। এর আগে ব্র্যান্ডটি দেশে তৈরি প্রথম স্মার্টফোন রেডমি-৯এ উন্মোচন করেছে। নতুন রেডমি স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে ‘মেক ইন বাংলাদেশ’ যাত্রা আরও শক্তিশালী করল শাওমি।
রেডমি-১০ (২০২২) স্মার্টফোনটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার এবং অসাধারণ পারফরম্যান্স ক্ষমতা, যা প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। এতে রয়েছে অসামান্য ৫০ মেগাপিক্সেলের হাই-রেজুলেশনের ক্যামেরা এবং এফএইচডিপ্লাস রেজুলেশনের ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রেডমি স্মার্টফোন
- শাওমি