১১ বছর বয়সে পত্রিকা বিলির কাজ দিয়ে কর্মজীবন শুরু হয় টিম কুকের
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০২
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক প্রযুক্তিজগতে নেতৃত্বের জন্য পরিচিত হলেও, তাঁর কর্মজীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র ১১ বছর বয়সে সংবাদপত্র বিলি করার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেছিলেন তিনি। সম্প্রতি টেবিল ম্যানার্স পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেন, ‘আমার শৈশবজুড়ে কঠোর পরিশ্রম ছিল জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তখন বিশ্বাস করা হতো, কাজের জন্য বয়স কোনো বাধা নয়।’
টিম কুক আরও জানান, ‘আমি ১১ বা ১২ বছর বয়সে পত্রিকা বিলি করতাম। এরপর ১৪ বছর বয়সে স্থানীয় একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় কাজ নিই। সেখানে বার্গার বানাতাম, ছোট একটি টুপি আর অ্যাপ্রোন পরতে হতো। ঘণ্টায় আয় হতো ১ দশমিক ১০ ডলার, যা ন্যূনতম মজুরির নিচে হলেও তখন বৈধ ছিল।’