সার্চ কমিটি: নির্বাচন কমিশন ও আগামী নির্বাচন

চ্যানেল আই রণেশ মৈত্র প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৩

অবশেষে নানা বিতর্কের মধ্যে আইন অনুসারে রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন সার্চ কমিটি গঠন করলেন। আমার কাছে নামগুলি দেখে এই সার্চ কমিটিকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। কিন্তু বিরাজমান পরস্পরের মধ্যে সন্দেহ, অবিশ্বাস ও পারস্পারিক অশ্রদ্ধাবোধের রাজনীতির আবহে সন্দেহ থেকেই যায় হয়তো তাঁরা প্রভাবশালীদের চাপের মুখে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দিতে চায়, চাপমুক্ত থেকে অথবা চাপ উপেক্ষা করে সংবিধান সম্মতভাবে নবগঠিত সার্চ কমিটি একটি নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনের জন্য একটি তালিকা প্রস্তুত করে পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। যাতে তিনি বাছাই করে যে কমিশন নিয়োগ করবেন তা সকলের কাছে গ্রহণযোগ্য হয় এবং সে কমিশন দু’বছর পর অুনষ্ঠিতব্য নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হন। অনুরূপ অনুরোধ রাষ্ট্রপতির কাছেও থাকলো কারণ তিনিই নির্বাচন কমিশন নিয়োগে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।


বস্তুত: আমার অভিজ্ঞতায়, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সৎভাবে কাজ করলে কোন মহলের চাপের কাছে নতি স্বীকার না করলে কমিশন সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই জাতিকে উপহার দিতে পারবেন। যেমন পেরেছেন ১৯৫৪ ও ১৯৭০ সালে। তবে ঐ দুটি নির্বাচনে গণ আন্দোলনের জোয়ার এবং জনমত প্রবল থাকায় নির্বাচন কমিশনের পক্ষে কোন ইথি উথি করা সম্ভবও ছিল না। তাই সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রবল গণ-আন্দোলনও একটি আবশ্যিক শর্ত। আসা করি তা অচিরেই গড়ে উঠবে।


বিরোধী দলসমূহ অবশ্যই বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারবে না বলে অভিমত প্রকাশ করে আসছেন। তাঁরা চাইছেন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করে (এই সরকার তার মেয়াদের ছয় মাস আগে পদত্যাগ করে) তার মাধ্যমে নির্বাচন হলেই কেবল নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচিত অনুষ্ঠিত করতে পারবে, যেমন পেরেছিল আওয়ামী লীগের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার দাবিতে ব্যাপক আন্দোলনের পটভূমিতে।


এই দাবির উৎপত্তি হয় স্বৈরাচারী এরশাদের আমলে। তখন বিএনপিও এই দাবির সাথে কণ্ঠ মিলিয়েছিল। শেষ তক তা গঠিত হলো এবং জাতি প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন ১৯৭০ সালের পর প্রত্যক্ষ করার সুযোগ পেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও