![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2016%2F04%2F25%2F8acaab09e612efb5b20c67a992366b29-571e2fbd35982.jpg%3Fjadewits_media_id%3D88157)
ফের কূপ খনন বিবিয়ানায়
আগ্রাসী উত্তোলেনে অভিযুক্ত বিবিয়ানাতে ফের কূপ খননের উদ্যোগ নিয়েছে মার্কিন কোম্পানি শেভরন। এখন ২৬টি কূপের মাধ্যমে দিনে এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। যা দেশের মোট উৎপাদিত গ্যাসের ৬০ ভাগের কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, আগ্রাসী উত্তোলনের ফলে অচিরেই বিবিয়ানার গ্যাস ফুরিয়ে যাবে। জ্বালানি বিভাগের নীতি এবং গবেষণা প্রতিষ্ঠান হাইড্রো কার্বন ইউনিটের সর্বশেষ প্রতিবেদনও একই ইঙ্গিত দিচ্ছে।
পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান সম্প্রতি জ্বালানি বিভাগের এক বৈঠকে জানিয়েছেন, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের উত্তরে শেভরন ২৭ নাম্বার কূপ খনন করতে যাচ্ছে। এটি হলে বিবিয়ানায় নতুন গ্যাসের মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৪ সপ্তাহ আগে