![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Fc4169e0b-c633-445f-a8e5-fecba377f9e6%252FBMW_s_new_colour_changing_all_electric_iX__Mashable.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
চীনে গাড়ির ব্যবসায় মালিকানা বাড়াচ্ছে বিএমডব্লিউ
চীনের গাড়ির বাজারে নিজেদের শেয়ারের হিস্যা বাড়াতে চলেছে জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ। তারা চীনা অংশীদারদের কাছ থেকে প্রায় ৪২০ কোটি ডলারে ২৫ শতাংশ শেয়ার কিনে নেবে। এর ফলে চীনের বাজারে বিএমডব্লিউর শেয়ারের মোট ৭৫ শতাংশই চলে আসবে জার্মান কোম্পানিটির হাতে। বাকি ২৫ শতাংশ শেয়ার থাকবে বিএমডব্লিউর চীনা অংশীদার ব্রিলিয়ান্স চায়না অটোমোটিভ হোল্ডিংস লিমিটেডের কাছে। খবর রয়টার্সের।
১৯১৬ সালে যাত্রা শুরু করা বিএমডব্লিউ বর্তমানে বিলাসবহুল গাড়ির পাশাপাশি স্পোর্টস, ইলেকট্রিক ও হাইব্রিড ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে। এর মধ্যে ৮টি সিরিজ ছাড়াও জেড, এক্স ও আই সিরিজের বহু মডেলের গাড়ি রয়েছে বিএমডব্লিউর।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৭ মাস আগে