‘লেভেল–৩’ চালকবিহীন গাড়ি আনছে বিএমডব্লিউ
আগামী বছর ‘লেভেল–৩’ পর্যায়ের স্বয়ংক্রিয় (অটোমেটেড) ড্রাইভিং সুবিধা যুক্ত হতে যাচ্ছে বিএমডব্লিউ গাড়িতে। নির্দিষ্টসংখ্যক গাড়িতে নতুন এ সুবিধা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। গতকাল শুক্রবার জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ জানায়, আগামী বছরের মার্চে বিএমডব্লিউ–৭ সিরিজের গাড়িতে ‘লেভেল–৩’ পর্যায়ের অটোমেটেড ড্রাইভিং সুবিধা যুক্ত হবে। ডিসেম্বর থেকে অগ্রিম ফরমাশ জানানো যাবে।
সোসাইটি অব অটোমোবাইল ইঞ্জিনিয়ার্সের (এসএই) অটোমেটেড ড্রাইভিং মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী লেভেল ০ থেকে লেভেল ৫ পর্যন্ত বিভিন্ন পর্যায় রয়েছে। লেভেল–৩ অনুসারে, প্রায় চালকবিহীন গাড়ি চালানোর সুবিধা পাওয়া যায়। তবে এতে পূর্ণাঙ্গ অটোমেটেড ড্রাইভিং সুবিধা পাওয়া যায় না। তাই চালককে সব সময় সতর্ক থাকতে হয়। কখনো কখনো চালককে গাড়ির নিয়ন্ত্রণের জন্য কাজ করতে হয়। একইভাবে লেভেল–৪ পর্যায়ে পূর্ণাঙ্গ অটোমেটেড ড্রাইভিং সুবিধা পাওয়া যায়। নির্দিষ্ট কোনো পরিস্থিতি ছাড়া চালককে গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। লেভেল–৫ হলো সর্বোচ্চ পর্যায়। এ পর্যায়ে চালক ছাড়াই গাড়ি চালানো সম্ভব।