গুরুত্বপূর্ণ মেডিক্যাল বর্জ্য এত অবহেলিত!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫১

মেডিক্যাল বর্জ্য সবসময়ই জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অন্যতম হুমকি হয়ে বিবেচিত হয়ে আসছে। এর সঙ্গে যোগ হয়েছে গত দুই বছর ধরে চলা করোনা মহামারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে ফেলে দেওয়া সিরিঞ্জ, কোভিড শনাক্তে ব্যবহৃত কিট ও ভ্যাকসিনের পুরনো বোতলসহ লাখ লাখ টনের মেডিক্যাল বর্জ্যের স্তূপ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য আরও বেশি হুমকি হয়ে উঠেছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ এই বর্জ্যের কারণে স্বাস্থ্য কর্মীরা অনেক সময়ই দগ্ধ বা আঘাতে ক্ষতের শিকার হতে পারেন। আবার এর মাধ্যমে তাদের বিভিন্ন জটিল রোগ সৃষ্টিকারী জীবাণুর সংস্পর্শে আসার আশঙ্কা রয়েছে বলেও স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে।


বাংলাদেশে মেডিক্যাল বর্জ্যের কারণে জনস্বাস্থ্য সবসময়ই হুমকিতে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মেডিক্যাল বর্জ্য বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বারবার আহ্বান জানিয়ে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। এমনকি ২০২০ সালের ৯ জুন করোনার মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও