স্পট থেকে ১৩ কার্গো এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত
সরবরাহ ঘাটতি পূরণে চলতি অর্থবছর শেষ হওয়ার আগে দীর্ঘমেয়াদি চুক্তির বাইরেও স্পট মার্কেট থেকে ১৩ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা করছে পেট্রোবাংলা। এরই মধ্যে এ নিয়ে দরপত্র আহ্বানও শুরু হয়েছে।
প্রায় এক বছর ধরে অস্থিতিশীল রয়েছে এলএনজির আন্তর্জাতিক বাজার। এ অস্থিতিশীলতাকে আরো দীর্ঘায়িত করে তোলার আশঙ্কা তৈরি করেছে চলমান ইউক্রেন সংকট। এশিয়ার বাজারে বর্তমানে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ (মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) ২৫ ডলারের আশপাশে থাকলেও যেকোনো মুহূর্তে তা আবারো লাগামহীন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে গেলে ইউরোপের বাজারে রুশ এলএনজির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে চাহিদা পূরণের জন্য এশিয়ার বাজারের ওপরই নির্ভরশীল হয়ে উঠতে পারে ইউরোপ। সেক্ষেত্রে এখানকার বাজারে নিয়ন্ত্রণহীন অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা জ্বালানির আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকদের।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- এলএনজি
- সরবরাহ ঘাটতি