
যুদ্ধের প্রভাবে সূচক পড়েছে ভারতের শেয়ারবাজারে, রুপিরও দরপতন
প্রথম আলো
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১৩:০৫
পাকিস্তানে হামলার জেরে ভারতের শেয়ারসূচকে এখন পর্যন্ত বড় ধরনের পতন হয়নি। আজ বুধবার সকালে ভারতের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরই বাজারের প্রধান সূচক সেনসেক্সের পতন হয়েছে ২০০ পয়েন্ট পর্যন্ত। পতন হয়েছে আরেক সূচক নিফটিরও। এরপর অবশ্য বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় সেনসেক্স সূচকের মান ছিল ৮০ হাজার ৫৭৯ দশমিক ২৭ পয়েন্ট। নিফটি সূচকের মান ছিল ২৪ হাজার ৩৬৫ দশমিক ৮৫ পয়েন্ট। তাতে গতকাল মঙ্গলবারের তুলনায় আজ সেনসেক্সের পতন হয়েছে এখন পর্যন্ত ৬১ পয়েন্ট এবং নিফটির পতন হয়েছে ২৬ পয়েন্ট। অন্যদিকে পাকিস্তানের শেয়ারবাজারেও লেনদেন শুরু হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে। খবর টাইমস অব ইন্ডিয়া।