
ব্যাংক-মিউচুয়াল ফান্ডের দাপটের দিনে পতনে শেয়ারবাজার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৯:১৬
দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ব্যাংক কোম্পানিগুলো। সেই সঙ্গে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড। ব্যাংক ও মিউচুয়াল ফান্ড দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখালেও সার্বিক শেয়ারবাজারে দরপতনের পাল্লা ভারী হয়েছে। ফলে দু’দিন কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর শেয়ারবাজারে ফের দরপতন হয়েছে।
মঙ্গলবার (৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি কমেছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।