নতুন ৩টি ম্যাক অ্যাপলের ঝোলায়, আসবে কবে?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪০
অ্যাপল তিনটি নতুন ম্যাক-এর এসকেইউ ‘ইউরেশীয়ান ইকনোমিক ডেটাবেইজে’ যোগ করেছে। এই তথ্যের ওপর ভিত্তি করে আগের গুজবই আরও জোরদার হলো– মার্চ মাসেই নতুন প্রসেসর যুক্ত তিনটি ম্যাকের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল স্প্রিং ইভেন্ট নামে সম্ভাব্য ওই আয়োজন মার্চ মাসের ৮ তারিখ বা এর আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।
নতুন তিনটি ম্যাক এসকেইউ বা স্টক কিপিং ইউনিট সম্পর্কে প্রথম তথ্য জানায় অ্যাপলবিষয়ক সংবাদের সাইট ‘কনসোম্যাক’। ফরাসী ভাষার এই সাইটটি নিবন্ধিত তিনটি নাম্বার প্রকাশ করে, যথাক্রমে এ২৬১৫, এ২৬৮৬ এবং এ২৬৮১। এর মধ্যে শেষ নাম্বারটিকে ল্যাপটপ হিসাবে বর্ণনা করা হয়েছে তালিকায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ম্যাক
- বাজারে আসছে
- অ্যাপল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে