নির্বাচিত হতে না হতেই সরকারি জমি দখল!

কালের কণ্ঠ খালিয়াজুরী প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৯

নেত্রকোনার খালিয়াজুরীর হাওরে ২০ একর সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে ওই উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। পাঁচহাট গ্রামের মো. ইছমাইল মিয়ার ছেলে মো. ইদ্রিছ মিয়া এলাকাবাসীর পক্ষে সরকারের বিভিন্ন দপ্তরে এ অভিযোগ করেন। স্বাধীন চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যান হন।


পাঁচহাট গ্রামের মো. ইদ্রিছ মিয়াসহ আরো অনেকেই বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন আওয়ামী লীগ নেতা আলী জাহান চৌধুরী ও ইউপি সদস্য হারুনসহ অন্য লোকদের সঙ্গে নিয়ে পাঁচহাট মৌজায় বাজারের পাশে ১ নম্বর খতিয়ানের বিআরএস ২১৭০ দাগের প্রায় ২০ একর সরকারি চট্টন (পতিত জমি) অবৈধভাবে দখলে নিয়ে মাটি ভরাট করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও