ভালোবাসা কারে কয়!

ঢাকা পোষ্ট তুষার আবদুল্লাহ প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪০

ভালোবাসা কতদূর এগুলো? খবর নেওয়া হয় না ইদানীং। ভুল বললাম, দীর্ঘদিন বলা ঠিক হবে। সেই কতদিন আগে শহরের সুন্দরতম ছাদে, তাকে দেখে কাককেও আমার বুলবুলি মনে হয়েছিল। তারপর কতদিন তার সঙ্গে বসেছি আমতলায়।


এমন দিনে গাছ ভরে যেত মুকুলে। আমার তখন ইচ্ছে হতো তার চুলে শিমুল গুঁজে দেই। আমের মুকুলকে শিমুল ভেবে গুঁজেও দিয়েছিলাম একবার। এ নিয়ে তার কোনো অভিযোগ, অভিমান ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও