ভালোবাসা দিয়ে না পেয়ে, কখন মানুষ সবচেয়ে সুখী হয়

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪১

প্রেম-ভালোবাসার সম্পর্কে মানুষ কখন সবচেয়ে বেশি সুখী হয়? এই প্রশ্নের উত্তরে অনেকে মনে করতে পারেন, খুব বেশি ভালোবাসা পেলেই বুঝি মানুষ সবচেয়ে সুখী হয়। তবে, বিশ্বখ্যাত কিছু সাইকোঅ্যানালিস্ট থেকে শুরু করে কবি-সাহিত্যিকরা ঠিক উল্টো যুক্তি ও তার ব্যাখ্যা করেছেন। তারা মনে করেন প্রেম-ভালোবাসা মূলত পাওয়ার চেয়ে, দেওয়াতেই প্রকৃত সুখ।


রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতায় এ বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে তিনি লিখেছেন, 'তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান– গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।'


প্রেম-ভালোবাসার বিষয়ে জার্মান সাইকোঅ্যানালিস্ট ও সমাজবিজ্ঞানী এরিক ফ্রম মনে করেন, অধিকাংশ লোকের কাছে প্রেমের প্রশ্নটি মূলত প্রেম পাওয়ার প্রশ্ন— দেওয়ার প্রশ্ন নয়। সে জন্য তাদের কাছে সমস্যার বিষয়, কী রূপে প্রেম পাওয়া যায়, কী রূপে প্রেম পাওয়ার যোগ্যতা অর্জন করা যায়। আর এই উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা নানা রকম পথ ও পন্থা অবলম্বন করে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও