ভবিষ্যতে ইসি আরও গ্রহণযোগ্য নির্বাচন করবে, আশা রাষ্ট্রপতির
একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভবিষ্যতে নির্বাচন কমিশন আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।
রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারদের বিদায়ী সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য জানিয়ে আবদুল হামিদ বলেন, তাই নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ, রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা নিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে।
তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় নির্বাচন কমিশন সব ক্ষেত্রে সব পর্যায়ে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে।