তামাকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা প্রশ্নে সুইজারল্যান্ডে ভোট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৪
তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা, বিশেষ করে তরুণদের চোখে পড়তে পারে এমন সব জায়গায় তামাকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রশ্নে ভোট আয়োজন করেছে সুইজারল্যান্ড।
বিবিসি জানায়, রোববার এই গণভোট হবে দেশটিতে। ভোটে বিজ্ঞাপন নিষিদ্ধের পক্ষে জনরায় আসবে বলেই মনে করা হচ্ছে। বাস্তবে এটি হবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
এছাড়া, আরও কয়েকটি বিষয়ে ভোট অনুষ্ঠান করবে দেশটি। ভোটাররা পশু পরীক্ষার উপর বিধিনিষেধ এবং গণমাধ্যমের জন্য নতুন অর্থের প্রস্তাবের বিষয়েও সিদ্ধান্ত দেবেন।