নখ ভেঙে যাওয়া রোধে করণীয়
বার্তা২৪
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:২২
ত্বকেরই একটি অংশ নখ। নখের ভঙ্গুরতা নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যাটির কারণে নখ লম্বা রাখা সম্ভব হয় না। নখ ভালো ও দৃঢ় রাখার রাখার ক্ষেত্রে খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবারের উপস্থিতি বড় ভূমিকা পালন করে। পাশাপাশি নখের প্রতি যত্নশীল হওয়াও জরুরি। জানুন নখ ভাঙা প্রতিরোধে করণীয়।
পানি যথাসম্ভব কম স্পর্শ করুন
পানিতে যত বেশিবার হাত ভেজানো হবে, নখ তত বেশি দুর্বল হয়ে পড়বে। এতে করে একটা সময় পর নখ নিজ থেকে ভেঙে যায়। তাই ঘরের প্রয়োজনীয় কাজ যেমন- থালাবাসন ধোয়া, জামাকাপড় কাঁচার সময় হ্যান্ড গ্লভস ব্যবহার করতে হবে। এতে করে নখ সুরক্ষিত থাকবে।
- ট্যাগ:
- লাইফ
- নখ
- নখের যত্ন
- ভাঙা নখ
- নখের স্বাস্থ্য