রডের দামে স্থিতিশীলতায় স্ক্র্যাপ জাহাজে আমদানি শুল্ক কমানোর দাবি
নির্মাণসামগ্রীর অন্যতম প্রধান উপকরণ রডসহ লৌহ জাতীয় সামগ্রীর ঊর্ধ্বমুখী দামে দেশের আবাসন শিল্প ও উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ও রডসহ অন্যান্য লৌহজাত পণ্যের দাম স্থিতিশীল রাখতে স্ক্র্যাপ জাহাজের আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ প্রস্তাবনা উপস্থাপন করেন। ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন, ইনল্যান্ড কন্টেনার ডিপোস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, ফ্রেইট ফরওয়ার্ডির অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা এদিন তাদের এ দাবি পেশ করেন।
এনবিআরের কাস্টমস সদস্য (শুল্কনীতি) মাসুদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা ও সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।