কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫০ লাখ টাকা পেল জাতীয় হকি দল

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩১

এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্টের জন্য পঞ্চাশ লাখ টাকা স্পন্সরশিপ পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। এই টুর্নামেন্টে জাতীয় হকি দলের পাশে এসে দাঁড়িয়েছে 'দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড'। রবিবার দুপুরে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে স্পন্সর কোম্পানির সঙ্গে চুক্তি সাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের নিকট পঞ্চাশ লাখ টাকার চেক হস্তান্তর করে স্পন্সরশিপ কোম্পানি। 


চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীপ মার্শাল শেখ আব্দুল হান্নান, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব:) মোঃ আবু জাফর চৌধুরী এবং হকি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা। আগামী ১-৮ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। ইতিমধ্যে এই টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। আজ থেকে খেলোয়াড়রা মওলানা হকি স্টেডিয়ামে রিপোর্ট করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও